মুসলমান সম্প্রদাযের সিয়াম সাধনার মাস রমজান উপলক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণী দিয়েছেন।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডোনাল্ড ট্রাম্প তার বাণীতে বলেন, যুক্তরাষ্ট্রের এবং সারা বিশ্বের সকল মুসলমানের জন্য আমি মহিমান্বিত ও শান্তিময় রমজান কামনা করছি। রমজান মোবারক।
তিনি আরও বলেন, এই পবিত্র মাস বিশ্বজুড়ে কোটি কোটি মুসলামানকে কঠোর সিয়াম সাধনা, সর্বান্তকরণে ইবাদত, গভীর ধ্যান, কোরআন পাঠ ও দান-খয়রাতের মাধ্যমে তাদের ঈমান আরো শাণিয়ে নেওয়ার সুযোগ এনে দেয়।
এইসব আমল শান্তি, দয়াশীলতা ও অপরের জন্য ভালোবাসা ও শ্রদ্ধার মতো সার্বজনীন মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, ইসলাম ধর্মে এগুলোকে উৎসাহিত করা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, বিগত কয়েক মাসে আমরা দেখেছি বৈরী সময়ে প্রার্থনার শক্তি কত গুরুত্বপূর্ণ। আজ যখন পবিত্র রমজান মাস শুরু হচ্ছে, আমি প্রার্থনা করি— যারা এই পবিত্র সময় পালন করছেন, তারা নিজ ধর্মবিশ্বাসে শান্তি ও ভরসা খুঁজে পাবেন। রমজান মোবারক।
সেরা নিউজ/আকিব