ইন্টারন্যাশনাল ডেস্ক:
মহামারি করোনা ভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ হাজার ৯২২ জন। এ নিয়ে দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ হাজার ৪৯৮ জন করোনা রোগী।
এছাড়া এদিন ইতালিতে করোনায় মৃত্যু হয়েছে ৪২০ জনের। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৯৬৯ জনে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ২১ জন। দেশটিতে করোনা মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯২ হাজার ৯৯৪ জন।
শুক্রবার (২৪ এপ্রিল) নিয়মিত প্রেস ব্রিফিংয়ে নাগরিক সুরক্ষা সংস্থার প্রধান অ্যাঞ্জেলো বোরেল্লি এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে, করোনা মোকাবিলায় দেশটিতে লকডাউনের সময় বাড়ানো হয়েছে ৩ মে পর্যন্ত। এদিকে, ইতালির বিভিন্ন এলাকায় খুলতে শুরু করেছে দোকানপাট। বই, ষ্টেশনারী, বাচ্চাদের জামা কাপড়ের দোকান খুলছে।
এছাড়া কম্পিউটার ও কাগজপত্র তৈরির কাজ শুরুর অনুমতি দেওয়া হয়েছে। তবে ইতালির অন্যতম আক্রান্ত এরিয়া লমবার্ডিতে বন্ধ আছে দোকানপাট।
সেরা নিউজ/আকিব