সফলতার ৯ বীজমন্ত্র, যা আপনাকে সাফল্য এনে দেবে - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
সফলতার ৯ বীজমন্ত্র, যা আপনাকে সাফল্য এনে দেবে - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

সফলতার ৯ বীজমন্ত্র, যা আপনাকে সাফল্য এনে দেবে

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২০

লাইফস্টাইল ডেস্ক:

আমরা স্বভাবতই সফলদের অনুসরন করি। সফল ব্যক্তিদের অনুকরন অনুসরন করে ব্যক্তিজীবনে সফলতা পেতে চায় সবাই। কিন্তু সাফল্যের চাবিকাঠি নিজের আয়ত্বে আনতে হলে দরকার পরিশ্রম ও অধ্যাবসায়।  কতকগুলো নিয়ম অনুসরন আর পরিশ্রমই আপনাকে এনে দেবে সফলতা। জীবনে সফলতা পেতে মেনে চলুন ১০ টিপস।

০১. শ্রবণ ক্ষমতা: সফল হতে হলে আপনার শ্রবণ ক্ষমতাকে বাড়াতে হবে। অর্থাৎ বলতে হবে কম শুনতে হবে বেশি। কারো কোন কথা ভালো মতো শুনুন। নিজে কিছু বলার আগে ভালোভাবে শুনে নিন। ভালোমতো শুনার যোগ্যতাটা একটা বড় গুন। মনে রাখবেন সৃষ্টিকর্তা একটা মুখ এবং দুটো কান দিয়েছেন। তাই শুনুন বেশি।

০২. মানসিক দৃঢ়তা: মানসিক ভাবে আপনাকে শক্তিশালী হতে হবে। আত্মবিশ্বাস মানসিক দক্ষতা বৃদ্ধি করে। একজন সফল মানুষ জানে কিভাবে “না” বলতে হয় এবং কখন নির্দ্বিধায় তা করতে হয়। একজন সফল মানুষই পারে বাস্তবমুখী কর্মপন্থা নির্ধারণ করতে।

০৩. অতীতের ভুলের প্রতি কম মনোযোগী হোন: মানুষ মাত্রই ভুল। পৃথিবীর কোনো মানুষই ভুলের উর্দ্ধে নয়। সারা পৃথিবী খুঁজলেও একজন নিখুঁত মানুষ খুঁজে পাওয়াটা দায়। তাই  ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষৎ কর্মপন্থা নির্ধারণ করুন কিন্তু অতীত নিয়ে পড়ে থাকবেন না। কারণ, যা চলে যায় তা কখনো আর ফিরে আসে না।

০৪. দৃষ্টিভঙ্গি বদলান: কথায় আছে দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে। একজন সফল মানুষ সবসময় একটা বিষয়কে অন্যজন কিভাবে ভাবছে তা নিয়ে চিন্তা করে। প্রত্যেকটা বিষয়কে ভিন্ন ভিন্ন এঙ্গেল থেকে বিবেচনা করুন। জীবনের মানের খুজে পাবেন সেই সাথে পাবেল সফল হবার বীজমন্ত্র।

০৫. চ্যালেঞ্জ গ্রহন করার আত্মবিশ্বাস: জীবন নাটকের থেকেও নাটকীয়। প্রতিনিয়ত চড়াই উৎরাই এর জীবনে চ্যালেঞ্জ গ্রহন করার মত আত্মবিশ্বাস থাকতে হবে।  আরেকটি গুরুত্বপূর্ণ গুন হলো সর্বদা “নতুন কিছু করার” মানসিকতা। সবসময় নতুন কিছু কে কিংবা নতুন কোন আইডিয়া কে গ্রহণ করুন। এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিন। ভুলেও আপনার ভিতরকার হেরে যাওয়ার ভয়টাকে বের হয়ে

আসতে দিবেন না। তাহলেই নতুন কিছু সফলভাবে করতে পারবেন।

০৬. কখন থামতে হবে জানুন: কোন একটা পরিস্থিতি কে সর্বদা যাচাই করুন। সেই পরিস্থিতি থেকে আপনার সফলতা কিংবা ব্যর্থতা কতটুকু তা নির্ধারণ করুন। যে কাজে সফলতা ক্ষীণ সেই কাজের পেছনে লেগে না থেকে তা ছেড়ে দিন কিংবা আগানোর পদ্ধতি পরিবর্তন করুন। যদি সফল হওয়ার আশা দেখতে পান তাহলে আগান না হলে অন্য পথের কথা ভাবুন।

০৭. সর্বদা ইতিবাচক চিন্তা করুন: বলা হয়ে থাকে থিংক পজিটিভি বি পজিটিভ। ইতিবাচক চিন্তা মনে সাহস যোগায়। প্রেরনা দেয় নতুন কিছু করার।  সফল ব্যক্তিরা সর্বদা নিঃসংশয় থাকে এবং ইতিবাচক চিন্তা করে। তারা বিশ্বাস করে তারা যা কিছুই করুক না কেন সদা পরিশ্রমের মাধ্যমে সহফলতা নিয়ে আসবেই। এবং নিয়ে আসেও।

০৮. সুযোগ খুঁজতে নয় সুযোগ তৈরি করুন: কথায় আছে কার ভাগ্য কখন কোন দিক দিয়ে খুলে যায় তা কেউ বলতে পারে না। তাই সদা চোখ-কান খোলা রাখুন এবং সুযোগ খুঁজতে থাকুন নিজের উন্নতির। কিন্তু শুধু সুযোগের আশায় লেজ গুটিয়ে বসে থাকলেতো আর সফল হওয়া যাবে না। তাই সুযোগের অপেক্ষায় বসে না থেকে সুযোগ তৈরি করুন। চাকরি না খুঁজে উদ্যোক্তা হোন। একজন সফল মানুষ নিজেই নিজেকে বলতে থাকে “আমি জানি আমি পারবো, আমি পারবোই” এবং তা তারা পারেও।

০৯. চিন্তা করুন এবং স্বপ্নটা একটু বড় দেখুন: কথায় আছে মানুষ তার স্বপ্নের চাইতে বড়। যে স্বপ্ন দেখতে জানে সে স্বপ্ন বাস্তবে রুপদান করতেও জানে তাই  স্বপ্নটাকে একটু বড় করে দেখতে শিখুন। আপনার স্বপ্নই আপনাকে আপনার সফলতার দিকে পরিচালিত করবে। চিন্তা করুন। ভাবুন। প্ল্যান করুন। একজন সফল ব্যাক্তির ডিকশনারীতে “পারবো না” “নাই” “হবেনা” এই শব্দগুলো খুঁজে পাবেন না।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360