সেরা নিউজ ডেস্ক:
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ড গুড সামারিটান হাসপাতালে ২৫ এপ্রিল দিবাগত রাত ১টা ১৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রনায়ক হেলাল খানের বাবা মাওলানা আব্দুন নুর খান (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। বার্তা২৪.কমকে এমন তথ্য নিশ্চিত করেছে হেলাল খানের ঘনিষ্ঠ একটি সূত্র।
এর আগে এক ফেসবুক স্ট্যাটসে হেলাল খান জানিইয়েছিলেন, আমার বাবা মৌলানা আব্দুন নুর খান করোনায় আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের একটা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। ছোট ভাই মাহবুব খান ও তার স্ত্রী নাসরিন মুন্নিও করোনায় আক্রান্ত হয়েছেন। তবে তারা দুজন অনেকটা সুস্থতার পথে।
হেলাল খান ১৯৯৫ সালে প্রিয় তুমি চলচ্চিত্রের মাধ্যমে ঢাকাই সিনেমায় পা রাখেন। তিনি তার কর্মজীবনে ৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। ২০০২ এবং ২০০৩ সালে দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।
সেরা নিউজ/আকিব