বিনোদন ডেস্ক:
ভারতে লকডাউন শুরু হওয়ার পরই একটি ছবি আঁকা শুরু করেছিলেন সানি লিওনি। যার একটু একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ারও করেছিলেন তিনি। এবার বলিউডের এই অভিনেত্রী নিজের আঁকা সেই ছবি সম্পূর্ণটি দেখালেন।
নিজের আঁকা এই ছবিটির নাম ‘ব্রোকেন গ্লাস’ দিয়েছেন সানি লিওনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি শেয়ার করে এর ক্যাপশনে তিনি লিখেছেন- “অবশেষে আমার লকডাউনের আর্ট শেষ হলো। এটি করতে সময় লেগেছে ৪০ দিন। এর নাম ‘ব্রোকেন গ্লাস’ রেখেছি আমি কারণ আমাদের জীবন এখন অনেকটা ভাঙা কাঁচের মতোই।”
তিন সন্তান নিশা, নোয়াহ, আসের ও স্বামী ড্যানিয়েল ওয়েবারকে নিয়ে কাটছে সানি লিওনির লকডাউনের সময়গুলো।
শুধু ছবি আঁকা নয়, বাচ্চাদের খেলনা দিয়ে তৈরি ৩০ সেকেন্ডে মাস্কও তৈরি করে দেখাচ্ছেন তিনি। পাশপাশি স্বামীর সঙ্গে ঘরে বসেই ওয়াইন ডেট করছেন সানি লিওনি।
সেরা নিউজ/আকিব