বিনোদন ডেস্ক:
করোনায় আক্রান্ত সারা দুনিয়া। লাখো মানুষের মৃত্যু হয়েছে এই ভাইরাসের শিকার হয়ে। করোনা রুখতে তাই অনেক দেশেই চলছে লকডাউন। ভারতেও দ্বিতীয় দফায় লকডাউন চলছে। ঘরবন্দী হয়ে দিন কাটাচ্ছেন দেশটির নাগরিকেরা।
এদিকে দীর্ঘ লকডাউনে প্রেমিকার বিরহে কাতর হয়ে পড়েছেন ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা আলি ফজল। তাই প্রেমিকার দেখা পেতে পুলিশের কাছে বিশেষ অনুমতি চাইলেন তিনি। এমন খবরই প্রকাশ হয়েছে দেশটির গণমাধ্যমে।
সেখানে বলা হয়েছে অভিনেত্রী রিচা চাড্ডার সঙ্গে আলির বিয়ের কথা ছিলো এপ্রিলে। কিন্ত করোনার জন্য সেই বিয়ে স্থগিত করা হয়েছে। দুজনেই নিজ নিজ বাড়িতে রয়েছেন কোয়ারেন্টাইনে। তাই এই মুহূর্তে তাদের যোগাযোগের মাধ্যম কেবলই ভিডিও কল।
তাতে মন মানছে না আলির। প্রেমিকাকে কাছে চাইছেন তিনি। সেজন্য অনুমতি চেয়েছেন মুম্বাই পুলিশের কাছে।
পুলিশ তাকে সেই অনুমতি দিয়েছে কী না তা অবশ্য জানা যায়নি। তবে বিষয়টি বেশ আলোচনার জন্ম দিয়েছে। অনেকে মুখ টিপে হাসছেনও।
সেরা নিউজ/আকিব