ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪৩, মৃত্যু ৬২ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪৩, মৃত্যু ৬২ - Shera TV
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৮:২৩ অপরাহ্ন

ভারতে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা: ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪৩, মৃত্যু ৬২

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজর ৫৪৩ জন। অপরদিকে মৃত্যু হয়েছে ৬২ জনের।

ফলে দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার ৪৩৫। অপরদিকে এখন পর্যন্ত মারা গেছে ৯৩৪ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ৬ হাজার ৮৬৯ জন।

এদিকে, ওডিশায় নতুন করে সাতজনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে এবং একজনের মৃত্যু হয়েছে। সেখানে আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১১৮।

অপরদিকে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। এরপরেই রয়েছে গুজরাট ও মধ্যপ্রদেশ। মহারাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৬৮ এবং মারা গেছে ৩৪২ জন।

india

অপরদিকে গুজরাটে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৩০১ এবং সেখানে মৃত্যু হয়েছে ১৫১ জনের। মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ ও বিহারেও করোনার প্রকোপ বাড়ছে। এই পাঁচ রাজ্যে নতুন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে।

পুরো ভারতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়াদের ৮০ ভাগই মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি এবং রাজস্থানের। এসব রাজ্যে ৭৪১ জনের মৃত্যু হয়েছে, যেখানে পুরো ভারতেই মৃত্যুর সংখ্যা ৯৩৪।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360