ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা ইরফান খান কোলন ইনফেকশন সমস্যা নিয়ে মুম্বাইয়ের কোকিলাবেন ধিরুবাই আম্বানি হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস।
হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদনে ইরফান খানের শারীরিক অবস্থার আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে তার মুখপাত্র জানিয়েছেন, কোলন ইনফেকশনের কারণে ইরফান খানকে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। আমরা প্রত্যেককে তাঁর স্বাস্থ্যের আপডেট জানাব। তিনি এখন চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন। তার দৃঢ় মনোবল ও সাহস এর বিরুদ্ধে লড়াই ও যুদ্ধ করতে সাহায্য করবে। আমরা নিশ্চিত, তার দৃঢ় মনোবল ও শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনায় তিনি দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
জানা গেছে, বর্তমানে হাসপাতালে ইরফান খানের সঙ্গে তার স্ত্রী সুতপা ও দুই সন্তান অবস্থান করছেন।
এর আগে ২০১৮ সালে ইরফান খান নিউরোনডকট্রিন টিউমারে আক্রান্ত হন। এছাড়া সম্প্রতি ভারতের জয়পুরে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইরফান খানের মা সাইদা বেগম।
সেরা নিউজ/আকিব