দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৫৭১, মৃত্যু ২ জনের - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৫৭১, মৃত্যু ২ জনের - Shera TV
রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন

দেশে ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৫৭১, মৃত্যু ২ জনের

সেরা টিভি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ মে, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৫৭১ জন। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৭০ জন। আর মোট শনাক্তের সংখ্যা ৮২৩১ জন।

শুক্রবার (০১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত এ ব্রিফিং অনলাইনে হয়।

ব্রিফিং এ  অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৫ হাজার ৯৫৮টি। নমুনা সংগ্রহের হার বেড়েছে ৫ দশমিক ৯০ শতাংশ। পরীক্ষার হার বেড়েছে ১২ দশমিক ২৫ শতাংশ।

তিনি বলেন, যে ২ জন মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছর বয়সের ঊর্ধ্বে একজন, ৫১-৬০ বছরের মধ্যে একজন। এর মধ্যে একজন ঢাকার, বাকি একজন অন্য জেলার। একজন নারী ও একজন পুরুষ।

দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত ১৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ১৭৪ করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলে জানান ডা. নাসিমা সুলতানা।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360