সেরা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য নিউইয়র্কে করোনা ভাইরাস সংক্রমন রোধে প্রতি ২৪ ঘন্টা পরপর বাস ও সাবওয়ে ট্রেন পরিষ্কার করা হবে।
নিউইয়র্ক সিটি গভর্নর কুওমো বৃহস্পতিবার তার সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন নিউইয়র্ক সিটির অধিবাসীদের নিরাপত্তার জন্য তারা অভূতপূর্ব কিছু করবে। এমটিএ গুরুত্বপূর্ন কাজে নিয়োজিত কর্মীদের নিরাপদে রাখতে ২৪ ঘন্টা ট্রেন ও বাস পরিষ্কার করবে। তারা ইতিমধ্যে প্রতি ৭২ ঘন্টা পরে এটি করছে, যা নিজে থেকেই একটি বিশাল উদ্যোগ ছিল।
তিনি বলেন যদিও এটি একটি দুরূহ কাজ। যার মধ্যে প্রচুর এমটিএ, এনওয়াইপিডি এবং অন্যান্য কর্মী রয়েছে। তাই নিশ্চিত করতে হবে যে কেউ স্টেশনে প্রবেশ করবে না। জীবানুমুক্ত রাখার এই নতুন পরিকল্পনাটি শহর, রাজ্য এবং এমটিএর মধ্যে একটি যৌথ অংশীদারিত্ব। প্রতিদিন সকাল ১-৫ টা থেকে (বুধবার, ৬ মে থেকে) এমটিএ পরিষেবা বন্ধ করবে।
শহরটি সেই সময়ের মধ্যে বাস এবং শেয়ার রাইড সার্ভিস (উবার, লিফ্ট ইত্যাদি) দিয়ে বিকল্প পরিবহণ সরবরাহ করবে, যা গুরুত্বপূর্ন কাজে নিয়োজিত কর্মীদের বিনামূল্যে প্রদান করা হবে।