নিজস্ব প্রতিবেদক:
অবশেষে জনসম্মুখে এলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। শুক্রবার (১ মে) ২০ দিন পর প্রথমবার দেখা গেলো তাকে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে এমন দাবি করা হয়েছে। কেসিএনএ জানিয়েছে, মে দিবসে একটি সার কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে ফিতা কেটেছেন কিম জং উন। তাকে দেখে কারখানা উৎসবমুখর হয়ে ওঠে। সবাই তখন হৈহল্লা করেছে।
যদিও কেউ খবরটি নিশ্চিত করতে পারেনি। তাছাড়া গণমাধ্যমে অনুষ্ঠানের কোনও ছবি পাওয়া যায়নি।
গত ১১ এপ্রিল কিম জং উন একটি রাজনৈতিক সভায় সভাপতিত্ব করেন। এরপর ১২ এপ্রিল তাকে রাষ্ট্রীয় গণমাধ্যমে দেখা যায়। কিন্তু এরপর তাকে আর দেখা যায়নি। তার স্বাস্থ্যের অবনতি নিয়ে জল্পনা চলছিলো বিশ্বজুড়ে।
গত ১৫ এপ্রিল উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সাঙের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে অংশ না নেওয়ায় এ নিয়ে গুজব ছড়িয়ে পড়ে।
সেরা নিউজ/আকিব