একবার চার্জে ৩০ দিন চলবে যে স্মার্টওয়াচ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
একবার চার্জে ৩০ দিন চলবে যে স্মার্টওয়াচ - Shera TV
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১২:৪৫ পূর্বাহ্ন

একবার চার্জে ৩০ দিন চলবে যে স্মার্টওয়াচ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ২ মে, ২০২০

সেরা টেক ডেস্ক:

স্মার্টফোনের মতো স্মার্টওয়াচও এখন নিত্যদিনের একটি অনুষঙ্গ। তবে অ্যাপল, স্যামসাং কিংবা হুয়াওয়ে স্মার্টওয়াচের দামে একটি ফোনই কেনা যায়। আবার কম দামি স্মার্টওয়াচের চার্জ ফুরায় নিমিষেই। তাই এই ধারনাকে পাল্টে দিতে চীনের স্মার্টফোন নির্মাতা শাওমি কম দামে আমেজফিট স্মার্টওয়াচের প্রচলন শুরু করে। যা ইতিমধ্যেই বিশ্বব্যাপী গ্রাহকদের মন জয় করেছে।

তারই ধারাবাহিকতায় এবার আরও কম দামে স্মার্টওয়াচ বাজারে ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবোতে একটি পোস্টে শাওমি তাদের নতুন স্মার্টওয়াচের ফিচার প্রকাশ করেছে।

নতুন মডেলটিকে বলা হচ্ছে, ‘আমেজ ফিট বিপ লাইট ওয়ান এস।’ এটি দেখতে প্রায় এর আগের সংস্করণ আমেজ ফিট বিপ লাইটের মতো।

ঘড়ির ১.২৮ ইঞ্চির কার্ভাড ডিসপ্লের সুরক্ষা নিশ্চিত করতে ২.৫ডি গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে। এতে অলওয়েজ অন ডিসপ্লে ফিচার দেওয়া হয়েছে।

এতে ফোনকল সহ সবধরনের নোটিফিকেশনস প্রিভিউ করা যাবে। স্মার্টওয়াচটিতে ১০টি ভিন্ন স্পোর্টস মুডে পাওয়া যাবে। আর বিভিন্ন ফিচারের মধ্যে থাকছে, ব্যারোমিটার ও কম্পাস।

আমেজ ফিট ওয়াচের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট হচ্ছে, এটি একবার চার্জ করে ৩০ দিন ব্যবহার করা যাবে। আর শুধু ওয়াচ মুড অন করে ৮০ দিন এবং একনাগাড়ে জিপিএস মুড অন করে ২২ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে। তবে এর সবগুলো ফিচার একসঙ্গে অন করার প্রয়োজন হয় না। এতে ২০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

শাওমি বলছে, আমেজফিট স্মার্টওয়াচ পানি ও ধুলোবালি নিরোধক।

প্রাথমিকভাবে চীনের বাজারে, আমেজ ফিট বিপ লাইট ওয়ানএস ছাড়া হয়েছে। যা আগামী ৮ই মে থেকে বিশ্বব্যাপী বাজারে ছাড়া হবে।

এই স্মার্টওয়াচটি অরেঞ্জ, কার্বন ব্ল্যাক, হোয়াইট এবং পিংক কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

আমেজ ফিট বিপ লাইট ওয়ানএসের বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৫৬ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৪,৭২৫ টাকা।

সূত্র: জিযমোচীনা

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360