অনলাইন ডেস্ক:
পবিত্র মক্কা নগরীর বেশিরভাগ মানুষ প্রাণঘাতী করোনাভাইরাসে সংক্রমিত হয়ে থাকতে পারে। সৌদি আরবের কয়েকটি মেডিক্যাল সূত্র এই তথ্য জানিয়েছে।
দেশটির শীর্ষ পর্যায়ের তিনজন চিকিৎসকের বরাত দিয়ে মিডলইস্ট আই জানিয়েছে, পবিত্র মক্কা নগরীর ২০ লাখ অধিবাসীর শতকরা ৭০ ভাগ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে থাকতে পারে।
ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, সৌদি আরবে এখন পর্যন্ত করোনায় ২২ হাজার ৭৫৩ জন আক্রান্ত হয়েছে। মারা গেছে ১৬২ জন এবং সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ১৬৭ জন।
সৌদি স্বাস্থ্যমন্ত্রী এপ্রিল মাসের প্রথমদিকে সতর্ক করে বলেন, করোনাভাইরাসের সংক্রমণ আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই লাখ ছাড়িয়ে যেতে পারে। পার্স টুডে।
সেরা নিউজ/আকিব