ইন্টারন্যাশনাল ডেস্ক:
বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ সৌদি আরবে প্রতিনিয়ত বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুনভাবে আক্রান্ত হয়েছেন ১৩৪৪ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৪০৯৭।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৯ জন। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে রাজধানী রিয়াদে ৩৮২ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিশ্ব মুসলিমদের দ্বিতীয় পবিত্র স্থান মদিনা মুনাওরায় ২৩৭ জন।
এছাড়া মক্কায় ২০৭, জুবাইলে ১৭১ এবং জেদ্দায় ১২০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।
সেরা নিউজ/আকিব