ইন্টারন্যাশনাল ডেস্ক:
কাতারে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। রমজানের শুরু থেকে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে চার বাংলাদেশিসহ মারা গেছেন ১২ জন। তাদের মধ্যে একজন কাতারের নাগরিক, বাকিরা অভিবাসী।
জনসংখ্যার অনুপাতে আক্রান্তের সংখ্যা বেশি হওয়ায় চরম আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা। সোমবার (০৪ মে) নতুন করে আরও ৬৪০ জনসহ দেশটিতে মোট ১৬ হাজার ১৯১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
দেশটিতে এখন পর্যন্ত এক লাখ ছয় হাজারের বেশি মানুষের নমুনা পরীক্ষা করা হয়েছে। এক হাজার ৮১০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত ২৯ ফেব্রুয়ারি এক ইরানফেরত কাতারি নাগরিকের শরীরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে আক্রান্তদের মধ্যে বাংলাদেশিরা তৃতীয় অবস্থানে আছে বলে জানিয়েছে কাতার হেলথ অথোরিটির।
হেলথ অথোরিটির তথ্য অনুযায়ী ৩২ ভাগ ভারতীয়, ২০ ভাগ নেপালি, ১৮ ভাগ বাংলাদেশি, ৬ ভাগ কাতারিসহ বিভিন্ন দেশের নাগরিক।
সেরা নিউজ/আকিব