ডায়াবেটিস নিয়ন্ত্রনে খান ৫ খাবার - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ডায়াবেটিস নিয়ন্ত্রনে খান ৫ খাবার - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৮:৫৭ পূর্বাহ্ন

ডায়াবেটিস নিয়ন্ত্রনে খান ৫ খাবার

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

লাইফস্টাইল ডেস্ক:
কোনো ব্যক্তির যদি আগে থেকেই শারীরিক জটিলতা থাকে, তা হলে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি আরও বেড়ে যায় বলে জানিয়েছেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক।
বিশেষ করে ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চরক্তচাপের রোগীর এই রোগে আক্রান্ত হওয়া সম্ভাবনা বেশি থাকে। তাই এসব রোগ থাকলে মেনে চলতে হবে বাড়তি সতর্কতা।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। খেতে হবে পর্যাপ্ত শাকসবজি ও ফলমূল।

তবে এমন কিছু খাবার রয়েছে, যা খেলে সংক্রমণের এই সময়ে ডায়াবেটিস রোগীরা সুস্থ থাকবেন।কী খাবেন

১. প্রোটিনসমৃদ্ধ খাবার ডিম খেলে অনেক্ষণ পেট ভরা থাকে। ডায়াবেটিস রোগীরা এই সময় প্রতিদিন একটি করে ডিম খেতে পারেন।

২. এ সময় খেতে পারেন ওটমিল। এই খাবার শরীরে গ্লুকোজের পরিমাণ কমায়, ইনসুলিনের পরিমাণ উন্নত করে ও নিয়মিত এ খাবার খেলে শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। তাই ইফতারে এই খাবার খেতে পারেন।

৩. তরমুজ শরীরে পানির ঘাটতি পূরণ করে। এই সময়ে বাজার প্রচুর তরমুজ পাওয়া যাচ্ছে। পুষ্টিসম্মত এই খাবারটি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।

৪. শিম, সূর্যমুখীর বীজ, কুমড়ার বীজ, মটরশুঁটি নিয়মিত খাদ্যতালিকায় রাখুন। এসব খাবার রক্তে শর্করা কমায়।

৫. রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রসুন খেতে পারেন। কাঁচা, সালাদে মিশিয়ে কিংবা কোনো খাবারে রসুন মিশিয়ে খেলে উপকার পাবেন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360