ইন্টারন্যাশনাল ডেস্ক:
কোভিড-১৯ বা করোনা মহামারির মধ্যেই সৌদি আরবে ৫৪২টি বিয়ের আবেদন জমা পড়েছে অনলাইনে। আইন মন্ত্রণালয়ের অধীনে ‘নাজিস’ পোর্টালের মাধ্যমে এই আবেদন জানিয়েছেন যুবক-যুবতীরা। মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ১৬ই মার্চ কর্মকাণ্ড স্থগিত করার পর অনলাইনে এই আবেদন করা হয়েছে।
এমন আবেদন গৃহীত হলে যুবক যুবতীরা আদালতে শারীরিকভাবে উপস্থিত না হয়েও বিয়ে সম্পন্ন করতে পারেন। একই সঙ্গে হাসপাতালে উপস্থিত না হয়ে ব্যবহারকারীরা মেডিকেল চেকআপ করাতে পারেন আইনে। মন্ত্রণালয়ের সিভিল অ্যাফেয়ার্সে ইলেক্ট্রনিক উপায়ে বিয়ে রেকর্ড করতে পারেন।
সেরা নিউজ/আকিব