রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে টপকাতে চীনে সবচেয়ে বড় রকেটচালিত মহাকাশযান উৎক্ষেপণ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে টপকাতে চীনে সবচেয়ে বড় রকেটচালিত মহাকাশযান উৎক্ষেপণ - Shera TV
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৪:৩২ পূর্বাহ্ন

রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে টপকাতে চীনে সবচেয়ে বড় রকেটচালিত মহাকাশযান উৎক্ষেপণ

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২০

ইন্টারন্যাশনাল ডেস্ক:
এ যাবতকালের সবচেয়ে বড় রকেটচালিত মহাকাশযানের সফল উৎক্ষেপণ করেছে চীন। সিসিটিভির বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।

হেনান প্রদেশের ওয়েনচ্যাং মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে দ্য লং মার্চ-৫বি ক্যারিয়ার রকেটটি স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উড্ডয়ন করেছে। সিসিটিভি জানিয়েছে, দ্য লং মার্চ-৫বি যানের এটাই প্রথম কোনো মিশন। এটি লম্বায় ৫৩ দশমিক ৭ মিটার, আর ওজন হবে ৮৪৯ টন।

সিনহুয়া জানিয়েছে, এর মধ্য দিয়ে নতুন প্রজন্মের মানবচালিত মহাকাশযানের পরীক্ষামূলক সংস্করণ ও মহাকাশে পরীক্ষার জন্য একটি কার্গো রিটার্ন ক্যাপসুলও পাঠানো হয়েছে।

গত মার্চে চীন বলেছে, তারা একটি মানববিহীন মহাকাশযানের পরীক্ষামূলক উৎক্ষেপণ করবে। একটি বড় মহাকাশ শক্তি হওয়ার লক্ষ্যে ২০৩০ সাল নাগাদ রাশিয়া ও যুক্তরাষ্ট্রকে টপকাতে প্রতিযোগিতায় নেমেছে চীন।

মার্কিন মহাকাশ কর্মসূচির নাগাল পেতে বেইজিংয়ের অগ্রগতিও চোখে পড়ার মতো।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360