ব্যাট হাতে গলির ক্রিকেটে সৌরভ - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ব্যাট হাতে গলির ক্রিকেটে সৌরভ - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন

ব্যাট হাতে গলির ক্রিকেটে সৌরভ

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ৯ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক:
লকডাউন, রাস্তা ফাঁকা। আর সেই ফাঁকা রাস্তায় ক্রিকেট হবে না, তা কি সম্ভব? গলির ক্রিকেট যারা খেলেছেন, তারাই কেবল বলতে পারবেন, এর মজা কতটা।

সৌরভ গাঙ্গুলিও কি খেলেননি! বাইশ গজের মহারাজ হওয়ার আগে নিশ্চয়ই কলকাতার সরু রাস্তাগুলোয় অনেকবারই ব্যাট ঠুকেছেন ভারতের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক।

এবার লকডাউনের মধ্যে যেন সেই সময়টাতে ফিরে গেলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বর্তমান সভাপতি। ফাঁকা গলিতে কিশোরদের ক্রিকেট খেলতে দেখে আর নিজেকে বাধা দিতে পারলেন না।

ব্যাট হাতে তুলে নিলেন। উইকেটের চারদিকে বাহারি সব শট খেললেন। ঠিক যেন সেই মাঠের সৌরভ। এতদিন পর দাদার হাতে ব্যাট আর চোখ ধাঁধানো সব শট, সুন্দর মুহূর্তটা ক্যামেরাবন্দী করতে ভুল হলো না উপস্থিতদের। ভারতীয় ক্রীড়া সাংবাদিক অমিত শাহ তার ফেসবুক পেজে শেয়ার করেছেন সে ভিডিও।

ভারতীয় ক্রিকেটে দিনবদলের কারিগর ভাবা হয় সৌরভকে। তার নেতৃত্বেই বড় বড় দলগুলোর বিপক্ষে চোখে চোখ রেখে লড়তে শিখেছে ভারত।

১৯৯২ থেকে ২০০৮ পর্যন্ত ১৬ বছরের ক্যারিয়ারে দেশের হয়ে ১১৩টি টেস্ট ও ৩১১ টি ওয়ানডে খেলেছেন বাঙালির এই গর্ব।

 

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360