ইন্টারন্যাশনাল ডেস্ক:
কোভিড-১৯ মহামারির মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এ ঘোষণা দিয়েছে। এতে জানানো হয়, আগামি বুধবার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করতে ইসরায়েল যাচ্ছেন মাইক পম্পেও। এসময় তিনি ব্লু এন্ড হোয়াইট নেতা বেনি গান্তজের সঙ্গেও সাক্ষাত করবেন। খবর জেরুজালেম পোস্টের।
উভয় নেতার সঙ্গে একইদিনে সাক্ষাত করতে যাচ্ছেন পম্পেও। এদিনই দুই নেতা একইসঙ্গে ইসরায়েলের নতুন সরকার গঠন ও শপথ পাঠ করবেন। সাক্ষাতে কোভিড-১৯ মোকাবেলা নিয়ে ইসরায়েলি নেতাদের সঙ্গে আলোচনা করার কথা রয়েচেহ।
পাশাপাশি, আঞ্চলিক নানা ইস্যুতেও কথা বলবেন তারা। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ নিয়ে একটি বিবৃতি প্রকাশ করেছে। এতে আলাদা করে ইরানের হুমকি মোকাবেলার কথা উল্লেখ করা হয়েছে।
পম্পেওর এই সফর হতে চলেছে সীমান্ত বন্ধ করার পর ইসরায়লে প্রথম কোনো আন্তর্জাতিক প্রতিনিধির সফর। কোভিড-১৯ এর বিস্তার ঠেকাতে গত মার্চ মাসে সীমান্ত বন্ধের ঘোষণা দিয়েছিল ইসরায়েল।
সেরা নিউজ/আকিব