করোনা পরীক্ষায় উতড়ে গেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সবাই। কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদের সবাই উত্তীর্ণ হতে পারেননি। করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েছেন ক্লাবটির ফুটবলার রেনান লোদি। নিজের ঘরে আইসোলেশনে আছেন এখন এই ডিফেন্ডার।
কোচ দিয়েগো সিমিওনের শিষ্যরা শনিবার (৯ মে) অনুশীলন শুরু করেছেন। কিন্তু ছিলেন না রেনান লোদি। স্বাস্থ্যবিধি মেনে ও দূরত্ব বজায় রেখে সবাই সেরেছেন ব্যক্তিগত অনুশীলন।
রেনান লোদির সঙ্গে করোনায় পজিটিভ ধরা পড়েছেন অ্যাটলেটিকোর আরও ৯ জন ফুটবলার। তবে শরীরে অ্যান্টিবডি থাকায় তাদেরকে অনুশীলনের অনুমতি দেওয়া হয়েছে।
ব্রাজিলিয়ান লেফট-ব্যাক লোদি করোনাভাইরাসে আক্রান্ত হলেও তার শরীরে কোনো ধরনের উপসর্গ নেই। ক্লাবের ট্রেনিং কমপ্লেক্সে যাওয়ার আগে তার করোনার রিপোর্ট অবশ্যই নেগেটিভ আসতে হবে।
শুক্রবার (৮ মে) অনুশীলন শুরু করেছে বার্সেলোনার লিওনেল মেসি ও তার সতীর্থরা। আর রিয়াল মাদ্রিদ ব্যক্তি অনুশীলন শুরু করবে সোমবার (১১ মে) থেকে।
করোনাভাইরাস সঙ্কটের জন্য লা লিগা স্থগিত হয়ে আছে মার্চ থেকে। ধারণা করা হচ্ছে, দর্শকহীন মাঠে স্প্যানিশ লিগ শুরু হবে জুনে।
সেরা নিউজ/আকিব