যেভাবে কাশির আওয়াজে বুঝবেন করোনা - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
যেভাবে কাশির আওয়াজে বুঝবেন করোনা - Shera TV
সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০:২৩ পূর্বাহ্ন

যেভাবে কাশির আওয়াজে বুঝবেন করোনা

সেরা টিভি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মে, ২০২০

লাইফস্টাইল ডেস্ক:

করোনার উপসর্গগুলোর একটি হলো কাশি। কিন্তু শুনেই কি বলে দেওয়া সম্ভব আক্রান্তের কাশি কিনা? এ ধরনের প্রশ্নের উত্তর জানাতে পারবে- এমন স্মার্টফোন অ্যাপ তৈরির কাজ চলছে। নির্মাণাধীন ওই অ্যাপটির এখন ক্লিনিক্যাল টেস্টিং ধাপ শুরু হয়েছে। ‘সব কাশি সমান নয়’- এমন ধারণা থেকেই অ্যাপটি তৈরির চিন্তা এসেছে বলে জানিয়েছেন চিকিৎসক এবং হেলথমোডের প্রধান নির্বাহী ড. ড্যানিয়েল কার্লিন।

নতুন স্টার্টআপ হেলথমোড কাজ করে স্বাস্থ্য প্রযুক্তি নিয়ে। তাদের নতুন অ্যাপের ‘কাফমোড’ পরীক্ষায় সহযোগিতা করছে স্টার্টআপটি। যেসব ব্যবহারকারী অ্যাপটি ইনস্টল করছেন, তাদের ‘কাশি’র আওয়াজ রেকর্ড করে তা জমা দিতে বলেছে প্রতিষ্ঠানটি। এরপর প্রতি সপ্তাহে প্রশ্ন পাঠিয়ে তাদের স্বাস্থ্যে নজর রাখবে তারা।

হেলথমোড ওই অনুদানে পাওয়া শব্দভান্ডার থেকে সময়সীমা, তীব্রতা, তরঙ্গ ইত্যাদি বৈশিষ্ট্যের ভিত্তিতে জমা পড়া কাশির আওয়াজ বিশ্নেষণ করবে এবং তা প্রতি সপ্তাহে সংগৃহীত স্বাস্থ্য ডাটার সঙ্গে মিলিয়ে দেখবে। কার্লিন জানিয়েছেন, এভাবে একটি ডাটাবেইজ গড়ে তুলতে চাইছে প্রতিষ্ঠানটি।

এখানে মূল যে তত্ত্বটি কাজ করছে, তা হলো করোনাভাইরাস ভিন্নভাবে ফুসফুসকে আক্রান্ত করে। অর্থাৎ, ফুসফুসে অন্য যত ধরনের সংক্রমণ ঘটে, তার চেয়ে এটি আলাদা। এ প্রসঙ্গে কার্লিন বলেছেন, আমরা এখনও নিশ্চিত নই যে, আসলেই আমরা কী খুঁজছি, হয়তো এটি শুনতে অনেকটা নিউমোনিয়ার মতো শোনাবে বা অন্য কিছু। এটিই খুঁজে বের করার জন্য গবেষণা চলছে।

করোনাভাইরাস সংক্রমণের কাশি সফলভাবে শনাক্ত করতে পারলে ব্যবহারকারীদের কাছে সতর্কবার্তা যাবে।

হেলথমোড স্টার্টআপের তৈরি অ্যাপ সাধারণত ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠান এবং গবেষণাগারের লোকজন ব্যবহার করত এতদিন। এখন নিজেদের সাম্প্রতিক কর্মসূচির জন্য স্বেচ্ছাসেবক খুঁজছে প্রতিষ্ঠানটি। সূত্র :ইয়াহু নিউজ

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360