ক্রিকেটারদের বেতন কমানোর কথা ভাবা হচ্ছে - সৌরভ গাঙ্গুলী - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ক্রিকেটারদের বেতন কমানোর কথা ভাবা হচ্ছে - সৌরভ গাঙ্গুলী - Shera TV
রবিবার, ১৯ মে ২০২৪, ০১:২৬ পূর্বাহ্ন

ক্রিকেটারদের বেতন কমানোর কথা ভাবা হচ্ছে – সৌরভ গাঙ্গুলী

সেরা টিভি
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২০

স্পোর্টস ডেস্ক:
করোনার জের এবার পড়লো ভারতীয় ক্রিকেটে৷ বেতন কমতে পারে বিরাট কোহলি, রোহিত শর্মাদের৷ ইঙ্গিতটি দিলেন আর কেউ নন, ভারতীয় ক্রিকেট বোর্ড এর প্রেসিডেন্ট, ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়৷ সৌরভ জানালেন, করোনার কারণে আই পি এল না হওয়ায় ভারতীয় বোর্ড প্রায় চারহাজার কোটি টাকা ক্ষতির মুখে৷ এই অবস্থায় ক্রিকেটারদের বেতন কমানোর কথা ভাবা হচ্ছে৷ বোর্ড কোষাধ্যক্ষ অরুন ধূমলও জানিয়েছেন যে আর্থিক অবস্থা যেদিকে যাচ্ছে তাতে ক্রিকেটারদের বেতন কমানো ছাড়া কিছু করার নেই৷

ভারতীয় গ্রেডেড ক্রিকেটাররা চারটি শ্রেণীতে বিভক্ত৷ এ প্লাস, এ, বি এবং সি৷ মাত্র তিনজন ক্রিকেটার এ প্লাস৷ এঁরা হলেন বিরাট কোহলি, রোহিত শর্মা ও যশপ্রীত বুমরা৷ এরা পান সাত কোটি টাকা বছরে৷ এ পর্যায়ে আছেন কুলদীপ যাদব, চেতেশ্বর পূজারা, মোহাম্মদ সামি, অজিঙ্ক রাহানে , কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, শিখার ধাওয়ান, রবিচন্দ্রন অশ্বিন এবং ঋষভ পন্থ৷ এরা প্রত্যেকেই বছরে পাঁচ কোটি টাকা মাইনে পান৷ বি পর্যায়ে বছরে তিন কোটির ক্লাব এ আছেন উমেশ যাদব, ঋদ্ধিম্যান সাহা, মায়াঙ্ক আগারওয়াল, হার্দিক পাণ্ডে ও জাযুবেন্দ্র চাহাল৷

সি পর্যায়ের খেলোয়াড়রা বছরে মাইনে পান এক কোটি টাকা করে৷ এই তালিকায় আছেন, কেদার যাদব, ওয়াশিংটন সুন্দর, হানুমা বিহারি, শ্রেয়াস আইয়ের, দীপক চাহার, নাভদিপ সাইনি ও শার্দুল ঠাকুর৷ মাইনে ছাড়াও ক্রিকেটাররা টেস্ট ম্যাচ খেলার জন্যে পনেরো লক্ষ, ওডি আই খেলার জন্যে ছ লক্ষ এবং টি টোয়েন্টি খেলার জন্যে তিন লক্ষ টাকা করে ম্যাচ ফিস পেয়ে থাকেন, এখানেই শেষ নয় টেস্টে সেঞ্চুরি করলে কিংবা পাঁচটি উইকেট নিলে পাঁচ লক্ষ টাকা বোনাস মেলে৷ ডাবল সেঞ্চুরির বোনাস সাত লক্ষ টাকা৷
করাল করোনা এবার এই অর্থেও থাবা মারবে৷

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360