সেরা নিউজ ডেস্ক:
লকডাউনের বিরুদ্ধে আবারো বড় ধরণের বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান প্রদেশে। এতে দেখা যায় অংশগ্রহনকারীরা হাতে সয়ংক্রিয় অস্ত্র নিয়ে যোগ দিয়েছেন। এ নিয়ে গত এক মাসে তৃতীয় বারের মতো এমন সশস্ত্র মিছিল আয়োজিত হলো।
বিক্ষোভ থেকে প্রাদেশিক সরকার কর্তৃক ‘স্টে হোম’ আদেশ প্রত্যাহারের দাবি জানানো হয়। দেশটির বিভিন্ন প্রদেশেই শিথিল করা হয়েছে লকডাউন। চালু করা হচ্ছে অর্থনীতি। কিন্তু তাতেও অখুশি অনেকে। প্রায়ই বিক্ষোভ হচ্ছে দেশটিতে।
এরমধ্যে অস্ত্র হাতে বিক্ষোভ সকলের নজর কেড়েছে। তারা প্রাদেশিক পার্লামেন্টেও প্রবেশের চেষ্টা করে।
তবে সাম্প্রতিক মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। তবে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করেছে বলে জানানো হয়েছে। মিছিলে অংশগ্রহণকারীদের অনেকেই ট্রাম্পের সমর্থক বলে ধারণা করা হচ্ছে। তাদের ট্রাম্পের প্রচারণার পোশাক পরে অংশ নিতে দেখা যায়। কেউ সামাজিক দূরত্বও মানছিল না মিছিলে।
সেরা নিউজ/আকিব