সেরা নিউজ ডেস্ক:
বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ অবস্থা যুক্তরাষ্ট্রের। আর দেশটির আক্রান্ত ও মৃত্যুর তালিকায় এখন শীর্ষে নিউইয়র্ক।
এমন পরিস্থিতিতে নিউইয়র্কের লকডাউনের মেয়াদ ১৩ দিন বাড়িয়ে ২৮ জুন পর্যন্ত বর্ধিত করা হয়েছে। নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুওমো বৃহস্পতিবার এ ঘোষণা দেন ।
উল্লেখ্য, শুক্রবার ছিল পূর্বঘোষিত জরুরি অবস্থা তথা লকডাউনের শেষ দিন। এই স্টেটের নিউইয়র্ক সিটি, লং আইল্যান্ড, ওয়েস্টচেস্টার, বাফেলো বাদে ৫টি অঞ্চলের ঘরে থাকার নির্দেশ কিছুটা শিথিল করা হলো।
মহামারি করোনায় এখন পর্যন্ত সারা বিশ্বে মারা গেছে ৩ লাখ ৫ হাজারের বেশি মানুষ। যেখানে যুক্তরাষ্ট্রেই মৃত্যু হয়েছে ৮৭ হাজারের বেশি মানুষের।
সেরা নিউজ/আকিব