স্পোর্টস ডেস্ক:
করোনাভাইরাসের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হওয়ার কথা। কিন্তু করোনা পরিস্থিতিতি স্বাভাবিক না হলে বিশ্বকাপ দুই বছর পিছিয়ে যেতে পারে।
শুক্রবার পাকিস্তানের সংবাদ মাধ্যমে পিটিআইয়ের সঙ্গে আলাপকালে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এক কর্মকর্তা বলেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ সালে স্থানান্তরিত হলে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) খুব বেশি অসন্তুষ্ট হবে না।
ওই কর্মকর্তা আরও বলেছেন, আগামী ২৮ মে অনুষ্ঠিতব্য আইসিসি ও বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডের সদস্যরা বৈঠকে বসবেন। সেই সভায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের তিনটি বিকল্প আলোচনা হতে পারে।
তিনি বলেন, আমরা আইসিসি ইভেন্টস কমিটি থেকে তিনটি বিকল্প চিন্তা করছি, প্রথম হলো-বিশ্বকাপ শুরুর আগে ক্রিকেটারদের ১৪দিনের কোয়ারান্টাইনে রাখতে হবে, দ্বিতীয়ত ফাঁকা স্টেডিয়ামে খেলা আর তৃতীয় বিকল্প হলো বিশ্বকাপ ২০২২ সালে স্থানান্তরিত করা।
সেরা নিউজ/আকিব