ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে প্রথম দিন অফিস করেই দুই কর্মকর্তাকে বরখাস্ত করলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
নির্বাচনী প্রচারণায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিয়েছিলেন তিনি। দায়িত্ব গ্রহণের দিনও আনুষ্ঠানিক ব্রিফিংয়ে সেই প্রতিশ্রুতি তুলে ধরেন। এরপর দায়িত্ব গ্রহণ করে রোববার (১৭ মে) প্রথম অফিস করেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগে অভিযুক্ত দুই শীর্ষ কর্মকর্তাকে চাকরিচ্যুতির আদেশ দেন মেয়র ফজলে নূর তাপস।
এ বিষয়ে ডিএসসিসির সচিব আকরামুজ্জামান বলেন, হ্যাঁ দু’জনকে চাকরিচ্যুত করা হয়েছে। আইন মোতাবেক করপোরেশন যদি মনে করে, কাউকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, সে ক্ষেত্রে তিন মাসের বেতন দিয়ে তাকে বিদায় করে দিতে পারে।
চাকরিচ্যুত কর্মকর্তারা হলেন প্রধান রাজস্ব কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইউসুফ আলী সরদার ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আসাদুজ্জামান। জানা গেছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্প থেকে কমিশন খাওয়ার অভিযোগও রয়েছে। তারা বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
চাকরিচ্যুত মো. আসাদুজ্জামান বলেন, আমি অফিস থেকে বাসায় আসার পর জানতে পেরেছি। কিন্তু কি কারণে কি হয়ে গেল, বুঝতে পারছি না।
সেরা নিউজ/আকিব