সেরা টেক ডেস্ক:
মার্কিন টেক জায়ান্ট অ্যাপল সাশ্রয়ী মূল্যে নতুন বড় পর্দার ১০.৮ ইঞ্চির আইপ্যাড এবং ৯ ইঞ্চির আইপ্যাড মিনি বাজারে ছাড়ার পরিকল্পনা করছে।
ম্যাক রিউমার্সের প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শেষার্ধে বড় পর্দার আইপ্যাড আনার কথা জানিয়েছেন অ্যাপল বিশ্লেষক মিং চি কুহ। এছাড়া অ্যাপল অগমেন্টেড রিয়েলিটি (এআর) গ্লাস ছাড়ার তারিখও ঘোষণা করা হবে।
কুহ জানান, অ্যাপল নতুন আইপ্যাড ও মিনি আইপ্যাড ছাড়ার ক্ষেত্রে আইফোম এসই স্ট্র্যাটেজি অবলম্বন করবে। অর্থাৎ অন্যান্য বারের তুলনায় এবারে কিছুটা সাশ্রয়ী মূল্যে আইপ্যাড ছাড়া হবে।
নতুন ১০.৮ ইঞ্চির আইপ্যাড চলতি বছরের দ্বিতীয়ার্ধে এবং আগামী বছরের প্রথমার্ধে নতুন আইপ্যাড ৯ অথবা ৮.৫ ইঞ্চির ডিভাইসটি উন্মোচন করা হবে।
এদিকে অ্যাপল কর্তৃক এআর গ্লাস তৈরির গুঞ্জন অনেক আগে থেকেই শোনা গেছে। তবে তা এবার কিছুটা খোলাশা হলো কুহের রিপোর্টে।
রিপোর্টে জানা যায়, আগামী ২০২২ সালের শুরুর দিকেই অ্যাপলের এআর হেডসেটে এবং এআর গ্লাস লঞ্চিং করা হবে।
সম্প্রতি অ্যাপল কর্তৃপক্ষ ভার্চুয়াল রিয়েলিটি কোম্পানি ‘নেক্সট ভিআর’ কে কিনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
সেরা নিউজ/আকিব