ইন্টারন্যাশনাল ডেস্ক:
প্রাণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসারত অবস্থায় মারা গেলেন ইতালিতে এক প্রবাসী বাংলাদেশি। তার নাম মিয়া কাশেম (৫৫)। এ নিয়ে ইতালিতে ১১ বাংলাদেশির প্রাণ গেলো করোনায়।
জানা গেছে, ইতালির রাভেন্না শহরের স্থানীয় একটি হাসপাতালে বুধবার (১৩ মে) তিনি মারা যান। তাঁর রুমমেট আরমান জানান, মৃত মিয়া কাশেম দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে সে অনেকটাই সুস্থ ছিলেন। কিন্তু সুস্থতার খবর পাওয়ার আগেই সে আক্রান্ত হয় প্রাণঘাতি করোনায়। চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার স্থানীয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
শনিবার (১৬ মে) হাসপাতাল কর্তৃপক্ষ করোনায় আক্রান্ত হয়ে তার মৃত্যুর বিষয়টি বাসায় জানায়।
জানা গেছে, করোনায় মৃত বাংলাদেশি মিয়া কাশেমের গ্রামের বাড়ি ফেনীর কসবা উপজেলায়।
দীর্ঘদিন ধরে তিনি ইতালির রাভেন্না শহরে ভাসমান ব্যবসা করতেন। মৃত্যুকালে দেশের বাড়িতে তিনি স্ত্রী, এক ছেলে এবং এক মেয়েসহ অসংখ্য গুনাগ্রহী রেখে গেছেন।
সেরা নিউজ/আকিব