ডেস্ক রিপোর্ট:
সফলভাবে মহাকাশে অ্যাটলাস-ভি রকেট পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। এক্স-৩৭বি নামে একটি স্পেস প্লেনও পাঠানো হয়েছে রকেটটির সঙ্গে। একটি গোপন মিশনের জন্যই এ আকাশযান মহাশূন্যে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বিবিসি।
গত শনিবার রকেটটির উড্ডয়নের কথা থাকলেও খারাপ আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি। এ কারণে রোববার কেপ কানাভেরাল বিমান ঘাঁটি থেকে রকেটটি উড্ডয়ন করে। যুক্তরাষ্ট্রের মহাকাশ বাহিনী এ ঘাঁটিটি ব্যবহার করে।
মহকাশযানটি কক্ষপথে একটি স্যাটেলাইট স্থাপন করবে। রশ্মিবিকিরণের প্রযুক্তি বিষয়েও এটি পরীক্ষা-নিরীক্ষা করবে।
মহাকাশে সফলভাবে রকেট উড্ডয়নকে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইরত সম্মুখযোদ্ধাদের ও যারা মহামারির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রতি উৎসর্গ করা হয়েছে। এ ছাড়া রকেটের গায়ে ‘আরেকিা স্ট্রং’ বা ‘আমেরিকা শক্তিশালী’ লেখা একটি স্টিকারও দেখা গেছে।
এক্স-৩৭বি একটি বিশেষ ধরনের বিমান। এর সম্পর্কে খুব কম তথ্যই পাওয়া যায়। এটি একটি রোবোটিক স্পেসক্র্যাফট। অর্থাৎ এই বিমানটিতে কোনো নভোচারী থাকেন না। ড্রোনের মতো করে এর নিয়ন্ত্রণ করা হয়।
রোববার এই বিশেষ বিমানটিকে কোন মিশনে পাঠানো হয়েছে সে বিষয়ে স্পষ্ট করে কিছুই বলেনি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন। কতদিনের জন্য মিশনটি পাঠানো হয়েছে তাও অজানা।
বিশ্বখ্যাত বিমান তৈরিকারক প্রতিষ্ঠান বোয়িং এক্স-৩৭বি স্পেস প্লেনটি তৈরি করেছিল। এটি লম্বায় ২৯ ফুট বা ৯ মিটার। পাখার প্রসারতার দৈর্ঘ্য প্রায় ১৫ ফুট। ওজন প্রায় পাঁচ হাজার কেজি। ২০১০ সালে প্রথমবারের মতো আট মাসের একটি মিশনে বিমানটিকে মহাকাশে পাঠানো হয়েছিল।
সেরা নিউজ/আকিব