নিজস্ব প্রতিবেদক:
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তিনি উচ্চচাপ ও এলার্জি জনিত জটিলতায় ভুগছেন বলে তার একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছেন।
এলার্জির কারণে তার পায়ে কিছুটা ক্ষতের সৃষ্টি হয়েছে। এ জন্য গত শনিবার (১৬ মে) সকালে সিএমএইচ হাসপাতালে যান চিকিৎসা নিতে। ডাক্তাররা তাকে হাসপাতালে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। সে অনুযায়ী অফিসার্স কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। এখন তার স্বাস্থ্যের অনেক উন্নতি হয়েছে। কোভিড-১৯ টেস্ট করা হয়েছে, এতে নেগেটিভ ফলাফল এসেছে বলে জানা গেছে।
সেরা নিউজ/আকিব