ঢাকায় যাত্রা শুরুর ১ বছরের মাথায় বন্ধ হয়ে গেল উবার ইটস - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ঢাকায় যাত্রা শুরুর ১ বছরের মাথায় বন্ধ হয়ে গেল উবার ইটস - Shera TV
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৩:১৬ পূর্বাহ্ন

ঢাকায় যাত্রা শুরুর ১ বছরের মাথায় বন্ধ হয়ে গেল উবার ইটস

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২০

সেরা টেক ডেস্ক:

আগামী ২ জুন থেকে বাংলাদেশে সব ধরনের কার্যক্রম বন্ধ করছে উবার ইটস। মঙ্গলবার এক ব্লগ পোস্টে উবার এ তথ্য জানিয়েছে। সহজ ও নির্ভরযোগ্য উপায়ে খাবার পৌঁছে দেওয়ার স্লোগানে ঢাকায় যাত্রা শুরু করার এক বছরের মাথায় এমন সিদ্ধান্ত নিয়েছে উবার ইটস।

ব্লগপোস্টে উবার জানায়, যদিও আমরা দুঃখিত যে উবার ইটস বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে। কিন্তু রাইড শেয়ারিং সেবার মাধ্যমে এদেশে আমাদের কমিউনিটিকে সেবা প্রদান করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। গুরুত্বপূর্ণ কর্মী, ডেলিভারি পার্টনার, রেস্টুরেন্ট পার্টনার এবং গ্রাহক যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের ওপর যেন এই সিদ্ধান্তের প্রভাব কম হয় সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান কর্তব্য।

ব্লগ পোস্টে আরও বলা হয়, আমরা আমাদের পুরো উবার কমিউনিটিকে ধন্যবাদ জানাতে চাই যারা প্রতিনিয়ত আমাদের সমর্থন করে গেছেন।

২০১৯ সালের ২৮ এপ্রিল রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল উবার ইটস।

২০১৪ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস শহরে উবার ইটস যাত্রা শুরু করে। ২০১৫ সালে কানাডার টরেন্টোতে স্বতন্ত্র অ্যাপ হিসেবে কার্যক্রম শুরু করে। বর্তমানে এটি পৃথিবীর ৩৫টি দেশের ৩৫০টিরও বেশি শহরে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360