আকিব মাহমুদ:
বিশ্বজুড়ে মহামারী ভাইরাস কোভিড-১৯ এ বিপর্যস্ত গোটা পৃথিবী। করোনা সংক্রমণে বিশ্বের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সংক্রমন ও মৃতের পরিসংখ্যানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যটি। ইতিমধ্যে টানা ৬০ দিন লকডাউন পার করেছে নিউইয়র্ক। ভেঙে পড়েছে রাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা। বেকার হয়ে পড়ায় দুঃসহ জীবন যাপন করছে মানুষ।
ঠিক এমন দুঃসময়ে পাশে দাঁড়িয়েছে নিউইয়র্কের আইটি ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সফোটেক একাডেমি। শুধুমাত্র বিনামূল্যে এবং ৪০-৯০% ছাড়ে তাদের কোর্সগুলোর ব্যবস্থা করেই দেননি। পাশাপাশি চাকরি উপযোগী প্রশিক্ষন প্রদানের মাধ্যমে চাকরির ব্যবস্থা করছে। তাছাড়া করোনায় অসহায়দের মাঝে হান্ড্রেড মিল চ্যালেঞ্জ এর খাদ্যসামগ্রী বিতরন ও প্রয়োজনীয় কাজে ব্যবহারের জন্য ট্রান্সফোটেক একাডেমির অফিস অনুদান হিসেবে দিয়ে দিয়েছেন।
তাছাড়া আজ বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে ৬টা পর্যন্ত সহযোগী প্রতিষ্ঠান কুইন্স মিউচুয়াল এইড নেটওয়ার্ক, মুসলিম এন্টারপ্রিনিওর এসোসিয়েশন ও ডিপ্লয়মি এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করে। এসময় আর্থিকভাবে অসহায় এবং বৃদ্ধদের মধ্যে মুদি ও দৈনন্দিন খাদ্য সামগ্রী বিতরন করেন তারা। এব্যাপারে জানতে চাইলে ট্রান্সফোটেক একাডেমির প্রতিষ্ঠাতা ও এমইএ এর ভাইস প্রেসিডেন্ট শেখ গালিব রহমান বলেন মহামারী চলাকালীন কমিউনিটিকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। এই নিয়ে তৃতীয় ধাপে আমরা খাদ্যসামগ্রী সরবারহ করছি জনসাধারনের মাঝে। ইনশাআল্লাহ্ আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যহত রাখব।
উল্লেখ্য বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বব্যপী প্রাণ হারিয়েছে ৩ লাখের অধিক মানুষ। যার মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরন করেছে যুক্তরাষ্ট্রে।তাছাড়া টানা লকডাউনের ফলে যুক্তরাষ্ট্রে বেকার ভাতা পেতে ইতিমধ্যে প্রায় ৩ কোটি আবেদন পড়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।