সেরা নিউজ ডেস্ক:
এতদিন অভিযোগ ছিল, চীনের জন্যই করোনায় এত মৃত্যু, যার ফলে সর্বনাশ হয়েছে যুক্তরাষ্ট্রের। কিন্তু এখন উল্টে গেল মতটা। আর গত বুধবার নিজের ব্যর্থতা ঢাকতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বললেন, করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্র যে বিশ্বের মধ্যে সবচেয়ে এগিয়ে, সেটাই হল একটা সম্মানের স্মারক।
যুক্তরাষ্ট্র করোনাভাইরাস সংক্রমণে এগিয়ে। কারণ এ দেশেই সবচেয়ে বেশি করোনা রোগীর পরীক্ষা করা হয়েছে। এভাবে নিজের প্রশাসনের ব্যর্থতাকেই সাফল্য হিসেবে তুলে ধরতে চাইলেন ট্রাম্প। করোনায় বিশ্বে এখন পর্যন্ত মৃত ৩ লাখেরও বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে সংক্রমিত দেড় লাখ, মৃত ৯১ হাজারের বেশি। সংক্রমিত ও মৃত- দুটিতেই এগিয়ে যুক্তরাষ্ট্র।
কোভিড সংক্রমণ শুরুর পর গত বুধবার প্রথম ক্যাবিনেট বৈঠক করেন ট্রাম্প। পরে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ‘করোনায় এত সংক্রমণ, এত মৃত্যু অন্য দিক থেকে দেখলে আমাদের পক্ষে খুব ভাল ব্যাপার। যখন আমাদের সংক্রমিতের সংখ্যা অনেক, তখন ব্যাপারটা মোটেই আমার কাছে খারাপ বলে মনে হয় না। কারণ এটা প্রমাণ করে যে, আমাদের টেস্টিং খুব ভাল হচ্ছে।’
তিনি বলেন, ‘আমি বিষয়টাকে সম্মানের স্মারক হিসেবেই দেখছি। আমাদের পরীক্ষার মান এবং পেশাদারেরা এ বিষয়ে যে দারুণ কাজ করছেন, তাদের জন্যও এটা দারুণ সম্মান।’ যুক্তরাষ্ট্রের সেন্টার অফ ডিজিজ কন্ট্রোলের দেওয়া তথ্য অনুসারে, গত মঙ্গলবার পর্যন্ত যুক্তরাষ্ট্রে ১ কোটি ২৬ লাখ করোনা পরীক্ষা হয়েছে।
সেরা নিউজ/আকিব