যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনার এনকোভ-১৯ নামক ভ্যাকসিনের দ্বিতীয় ট্রায়াল শুরু হয়েছে। আসছে জুনের মধ্যেই এ ভ্যাকসিনের কার্যকারিতা জানা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
শুক্রবার (২১ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে, দ্বিতীয় ধাপে দশ হাজার মানুষের দেহে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে।
প্রথম ট্রায়ালে ৫৫ বছর বয়সের মধ্যে এক হাজার মানুষের মধ্যে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। দ্বিতীয় ধাপে ১২ থেকে ৭০ বছর বয়সের মানুষের শরীরে এ ভ্যাকসিন দেওয়া হবে। তাদের শরীরে কী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এ পর্যায়ে এটি যাচাই করা হবে।
ভ্যাকসিনটি যদি কার্যকর হয়, তাহলে সেপ্টেম্বরের মধ্যে এক মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের দ্য রিজিয়াস প্রফেসর অব মেডিসিন স্যার জন বেল বলেন, ভ্যাকসিনটি নিয়ে আমরা আত্মবিশ্বাসী। কারণ এটি শক্তিশালী অ্যান্টিবডি তৈরিতে সক্ষম। ইতোমধ্যে যুক্তরাজ্যের বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন তৈরিতে অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভ্যাকসিনোলজির অধ্যাপক সারা গিলবার্ট দলটির নেতৃত্ব দিচ্ছেন। তিনি বলেন, আমরা ৮০ ভাগ সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী। পরীক্ষার ওপর ভিত্তি করে এটুকু বলতে পারি, করোনার ভ্যাকসিন সফলভাবে তৈরি করতে পেরেছি আমরা।
এর আগে ১ মে যুক্তরাজ্যের বৃহৎ ফার্মাসিউটিক্যাল কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা কোনো মুনাফা ছাড়াই ব্যাপকহারে ভ্যাকসিন উৎপাদন করতে অক্সফোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। অক্সফোর্ডের দলটি বলছে, ভ্যাকসিনটি যদি কার্যকর হয়, তাহলে সেপ্টেম্বরের মধ্যে এক মিলিয়ন ডোজ ভ্যাকসিন উৎপাদন করার লক্ষ্য নিয়ে তারা এগোচ্ছে।
সেরা নিউজ/আকিব