ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফ্রান্সে প্রথমবারের মতো স্থানীয় নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন উভলিঙ্গের ম্যারি কাউ। শনিবার তিনি ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলীয় টিলোয়-লেজ মার্চিনিচ থেকে নতুন মেয়র নির্বাচিত হয়েছেন। ৫৫ বছর বয়সী ম্যারি কাউ জীববৈচিত্রের স্থিতিশীলতা ও স্থানীয় অর্থনীতি পুনর্গঠনের ডাক দিয়ে নির্বাচিত হয়েছেন। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেছেন, তিনি কোনো অধিকারকর্মী ছিলেন না, দৃষ্টি দিয়েছেন মিউনিসিপ্যাল রাজনীতিতে। তার ভাষায় ‘আমি একজন উভলিঙ্গের মানুষ নাকি অন্য কিছু, সেজন্য মানুষ আমাকে ভোট দেয় নি। তারা আমাকে নির্বাচিত করেছে একটি প্রোগ্রাম হিসেবে। ম্যারি কাউ বলেন, বিষয়গুলো যখন স্বাভাবিক হয়ে আসে তখন কে নারী, কে পুরুষ, কে উভলিঙ্গ তাতে কিছু যায় আসে না। ফ্রান্সের লিঙ্গ সমতা বিষয়ক মন্ত্রী মারলেন শিয়াপ্পা রোববার টুইট করে সমর্থন জানিয়েছেন ম্যারি কাউ’কে।
উল্লেখ্য, টিলোয়-লেজ মার্চিনিচ মিউনিসিপ্যাল এলাকাটি বেলজিয়াম সীমান্তঘেঁষা। সেখানে বসবাসকারীর সংখ্যা প্রায় ৬০০। মিউনিসিপ্যাল নির্বাচন হয় মার্চে। এতে ‘ডিসাইডিং টুগেদার’ তালিকা থেকে সব কাউন্সিলর নির্বাচন করেন অধিবাসীরা। এর মধ্যে ম্যারি কাউ অন্যতম। নির্বাচিত কাউন্সিলররা শনিবার প্রায় সর্বসম্মতিক্রমে ম্যারি কাউ’কে ভোট দিয়ে শহরের নতুন মেয়র নির্বাচিত করেন। এ বিষয়ে ফ্রান্সের ন্যাশনাল ট্রান্সজেন্ডার এসোসিয়েশনের সহ-প্রতিষ্ঠাতা স্টেফানি নিকোট বলেছেন, আমাদের নাগরিকরা অধিক থেকে অধিক প্রগতিশীল হয়ে উঠছেন, এই নির্বাচনে তা ফুটে উঠেছে।
সেরা নিউজ/আকিব