চীনের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি শি জিনপিং। মঙ্গলবার (২৬ মে) বেজিংয়ে সংসদ অধিবেশনের সময় ‘পিপলস লিবারেশন আর্মি’ ও ‘পিপলস আর্মড পুলিশ ফোর্স’র প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।
সামনে খারাপ পরিস্থিতি দৃশ্যমান উল্লেখ করে নিজ দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাদের এই নির্দেশ দেন তিনি। তবে এসময় বিশেষ কোনো দেশ বা প্রতিপক্ষের নাম উল্লেখ করেননি। তবে ভারত ও চীনের সীমান্তে চলতে থাকা উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করলেন জিনপিংয়।
তিনি বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষা ও যেকোনো জটিল পরিস্থিতিকে সঠিকভাবে মোকাবিলা করতে হবে। সেনাবাহিনীকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে’।
এর আগে মঙ্গলবার ফের ভারত ও চীন সীমান্তে উত্তেজনা দেখা দেয়। যার পরিপ্রেক্ষিতে পূর্ব লাদাখের নিয়ন্ত্রণ রেখা বরাবর প্যাংগং ও গালোয়ান উপত্যকায় সেনাসদস্য বাড়িয়েছে উভয় দেশ।
উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায়ই চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং তিন বাহিনীর প্রধানের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সেরা নিউজ/আকিব