‘হাসির পেছনে অনেক কিছু লুকিয়ে থাকে, সবাই তা বুঝতে পারে না। স্বপ্নের মৃত্যু দেখা সবচেয়ে যন্ত্রণার। যেভাবে আমরা শারীরিক অবস্থা নিয়ে ভাবি, মানসিক সুস্থার কথা ততই ভাবতে হবে’- আত্মহত্যার আগে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই একটি পোস্ট দিয়েছিলেন ‘ক্রাইম প্যাট্রল’ অভিনেত্রী প্রেক্ষা মেহতা। গত ২৫ মে রাতে নিজের ঘরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।
মঙ্গলবার (২৬ মে) ভোরে মেয়েকে ঝুলন্ত অবস্থায় পেয়ে বাবা দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, লকডাউনে সব শুটিং বন্ধ হওয়ায় অবসাদে ভুগছিলেন প্রেক্ষা। ঋণের ভার ছিল ২৫ বছর বয়সী এই তরুণীর কাঁধে। সব মিলিয়ে দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগছিলেন। তিনি ‘ক্রাইম প্যাট্রল’-এর বেশ কয়েকটি পর্বে অভিনয় করেন। এছাড়া ‘মেরি দুর্গা’ ও ‘লাল ইশক’-এর মতো ধারাবাহিকে দেখা গেছে তাকে।
হীরা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব ভাদোরিয়া বলেন, “প্রেক্ষা টেলিভিশন অভিনেত্রী ছিলেন। লকডাউনের পর থেকে শহরেই ছিলেন তিনি। তার আত্মহত্যার কারণ জানতে আমরা তদন্ত শুরু করেছি।”
সেরা নিউজ/আকিব