ইন্টারন্যাশনাল ডেস্ক:
ল্যাটিন আমেরিকার দেশগুলোতে প্রায় দেড় কোটি মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। এক সতর্ক বার্তায় এ তথ্য জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি।
বর্তমানে করোনা সংক্রমণের নতুন কেন্দ্রে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকা। এখন পর্যন্ত দেশগুলোর মধ্যে করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষে রয়েছে ব্রাজিল। এরপরেই রয়েছে পেরু এবং চিলি।
প্রতিদিনই দেশগুলোতে সংক্রমণের হার পাল্লা দিয়ে বাড়ছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ১১ হাজার। মারা গেছে ২৫ হাজার ৫৯৮ জন। করোনার কারণে বিভিন্ন দেশের অর্থনীতিতে ধস নেমে এসেছে।
বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। ফলে ভয়াবহ সংকট তৈরি হয়েছে।
এদিকে লাতিন আমেরিকায় জাতিসংঘের খাদ্য কর্মসূচির আঞ্চলিক পরিচালক মিগুয়েল বেরেতো বলেন, আমরা একটি জটিল অধ্যায়ের দিকে প্রবেশ করছি। আমরা এটাকে ‘ক্ষুধার মহামারি’ বলতে পারি।
সেরা নিউজ/আকিব