ইন্টারন্যাশনাল ডেস্ক:
সৌদি আরবের কাছে আবারো অস্ত্র বিক্রি করতে চায় যুক্তরাষ্ট্র। প্রায় এক বছর পূর্বে ট্রাম্প প্রশাসনের সৌদির কাছে বিতর্কিত একটি অস্ত্র বিক্রির পরিকল্পনা আটকে দিয়েছিল মার্কিন কংগ্রেস। সেটি ছিল প্রায় ৮.১ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি। তবে বুধবার আরেক মার্কিন সিনেটর জানিয়েছেন, সৌদি আরবের কাছে সেই একইরকম আরেকটি অস্ত্র বিক্রি চুক্তির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র।
এ খবর দিয়েছে সিএনএন। নিউ জার্সির ডেমোক্রেট সিনেটর বব মেনেডেজ বলেন, ট্রাম্প প্রশাসন এখন তার বন্ধু সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছে হাজার হাজার ‘প্রিসিশন গাইডেড’ বোমা বিক্রির চেষ্টা করছেন। সরকার এখনো ওই চুক্তির বিস্তারিত প্রকাশ করেনি। যদিও ইয়েমেন যুদ্ধ থেকে সরে গেছে সৌদি কিন্তু তারপরেও তারা ওই অস্ত্র চায়।
সিনেটের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য মেনেডেজ। তিনি আবারো এই অস্ত্র বিক্রি থামানোর কথা বলেন। গত বছর সৌদির কাছে অস্ত্র বিক্রির চেষ্টা করলে মার্কিন কংগ্রেস সেটি আটকে দেয়। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও তখন ইমার্জেন্সি জারি করে এই অস্ত্র বিক্রির চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত আর আলোর মুখ দেখেনি ওই চুক্তি।
সেই কথা মনে করিয়ে দিয়ে মেনেডেজ বলেন, আজকে এক বছর পর এসেও সৌদির কাছে অস্ত্র বিক্রির কোনো যৌক্তিকতা নেই। তিনি কংগ্রেসকে অবিলম্বে এ অস্ত্র বিক্রি থামানোর আহ্বান জানান। এদিকে, প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি স্টেট ডিপার্টমেন্টের তদন্তকারী স্টিভ লিনিককে বরখাস্ত করেন। তিনি পম্পেওর এই চুক্তি দিয়ে আগে তদন্ত করেছিলেন।
সেরা নিউজ/আকিব