বেইজিং ভিত্তিক বায়োটেক সংস্থা সিনোভ্যাকের তৈরি ‘কোরোনাভ্যাক’ ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়তে ৯৯ শতাংশ কার্যকরী বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা।
শুক্রবার (২৯ মে) আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্কাই নিউজকে এ তথ্য জানিয়েছে ভ্যাকসিনটি তৈরিতে কাজ করা বিজ্ঞানীরা।
‘কোরোনাভ্যাক’ ভ্যাকসিন বর্তমানে দ্বিতীয় ধাপের ট্রায়ালে আছে। ট্রায়ালে এক হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছে।
সংস্থাটি জানায়, ভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল যুক্তরাজ্যে করার বিষয়ে প্রাথমিক আলোচনা হচ্ছে।
করোনাভাইরাস রোধে পরীক্ষামূলক ভ্যাকসিনটির ব্যাপক উৎপাদনের প্রস্তুতি চীন নিচ্ছে, অপেক্ষা শুধু অনুমোদনের।
গবেষক লুও বলেন, এখন শুধু গণ উৎপাদনের ছাড়পত্রের অপেক্ষায় আছেন তারা। করোনা প্রতিরোধের জন্য প্রতি বছরে ১০ কোটি ডোজ উৎপাদন করতে তারা প্রস্তুত বলেও জানিয়েছে সংস্থাটি।
চীনের পূর্ব জিয়াংসু প্রদেশে এপ্রিল মাসে ১৪৪ জন স্বেচ্ছাসেবীর ওপর ভ্যাকসিনটি পরীক্ষা চালিয়েছে সিনোভ্যাক। গত মাসে সংস্থাটি জানায়, ভ্যাকসিনটি বানরের উপর প্রয়োগে আশাব্যঞ্জক ফলাফল প্রকাশ করেছে।
বিশ্বব্যাপী ভাইরাসের বিরুদ্ধে ওষুধ উৎপাদন করার অভিজ্ঞতা রয়েছে সিনোভ্যাকের। ২০০৯ সালে সোয়াইন ফ্লুর টিকা বাজারজাতকারী প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি হলো সিনোভ্যাক বায়োটেক।
সেরা নিউজ/আকিব