ইন্টারন্যাশনাল ডেস্ক:
মর্গে জায়গা ছিল না, রাখা হয়েছিল এসি রুমে। কিন্তু তাতেও কাজ হচ্ছিলো না। লিবিয়ায় মানবপাচারকারী ও মিলিশিয়াদের যৌথ হামলায় নির্মমভাবে নিহত বাংলাদেশিদের লাশগুলো গলে যাচ্ছিলো। এর মধ্যেই লাশ দাফনে চাপ বাড়াতে থাকে স্থানীয় মিজদাহর নিয়ন্ত্রণকারী মিলিশিয়ারা। বাধ্য হয়ে হাসাপাতাল কর্তৃপক্ষ ২৬ বাংলাদেশির লাশ দিয়ে দেয় এবং তা কবরস্থও করা সম্পন্ন হয়ে গেছে। ঢাকায় পাঠানো শনিবারের রিপোর্টে এমনটাই জানিয়েছে ত্রিপলিস্থ বাংলাদেশ দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনও তা স্বীকার করেছেন।
সেরা নিউজ/আকিব