বিনোদন ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শাকিব খান ও অপু জুটির ছবি ‘পাংকু জামাই’ এর প্রযোজক মোজাম্মেল হক সরকার মৃত্যু বরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার রাত ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুর মাধ্যমে দেশের চলচ্চিত্রাঙ্গনে প্রথম করোনার ভাইরাসে আক্রান্ত মারা গেলেন কেউ।
তার মৃত্যুর খবর নিশ্চিত করে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, চার দিন আগে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর গাজীপুরের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন মোজাম্মেল হক সরকার। শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। মরদেহ তার গ্রামের বাড়ি গাজীপুরে নেওয়া হয়েছে। সেখানেই আজ দাফন করা হবে ।
মোজাম্মেল হক বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সদস্য ছিলেন। নিজের মালিকানায় মেসার্স ভাওয়াল পিকচার্সের ব্যানারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র প্রযোজনা করেছেন তিনি।
সেরা নিউজ/আকিব