করোনাভাইরাসে আক্রান্ত মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী - Shera TV
  1. [email protected] : sheraint :
  2. [email protected] : theophil :
করোনাভাইরাসে আক্রান্ত মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী - Shera TV
রবিবার, ২০ জুলাই ২০২৫, ০১:৩৯ পূর্বাহ্ন

করোনাভাইরাসে আক্রান্ত মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী

সেরা টিভি
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুন, ২০২০

নিজস্ব প্রতিবেদক:

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর স্ত্রী সামা হক চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট করোনা পজিটিভ আসে। বর্তমানে নগরীর কুমারপাড়ায় নিজের বাসায় তিনি আইসোলেশনে রয়েছেন।

সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

গত ২৩ মে মেয়র আরিফের ব্যক্তিগত সহকারী মুহিবুল ইসলাম ইমনের শরীরে করোনা শনাক্ত হয়। এরপর থেকে মেয়র স্ব-পরিবারে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। ঈদের দিনও তিনি বাইরে না গিয়ে বাসায় নামাজ পড়েন।

ব্যক্তিগত সহকারী করোনা আক্রান্ত হওয়ার পর মেয়রসহ নগর ভবনের বেশ কয়েকজন কর্মকর্তার নমুনা পরীক্ষা হলেও তাদের রিপোর্ট নেগেটিভ আসে।

গত ২৭ মে সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের স্ত্রী আসমা কামরান করোনা আক্রান্ত হন। আসমা কামরান মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।

এর আগে গত ২৪ মে সিলেট সিটি করপোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ করোনা আক্রান্ত হন। বর্তমানে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন।

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360