সেরা নিউজ ডেস্ক: জর্জ ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভে ফুসছে গোটা যুক্তরাষ্ট্র। কিন্তু বিক্ষোভের নামে দোকান লুটের ঘটনা হতবাক করে দিচ্ছে বিশ্বকে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরা এক ভিডিওতে দেখা যায় নিউইয়র্কের ব্রোঙ্কসের ফোর্ডহ্যাম এলাকার স্বর্নের দোকানে হামলা চালিয়ে লুট করছে দুর্বৃত্তরা। এসময় হেল্প হেল্প বলে এক নারীর চিৎকার শোনা গেলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি।
জুয়েলারি দোকানের মালিক সাদ আহমেদ বলেন এ জাতীয় ভাঙচুর আগে কখনও দেখিনি। ঘটনার পর আমি সমস্ত পন্য দ্রব্য দোকান থেকে সরিয়ে নিয়ে এসেছি। আরেকটি ফার্নিচার স্টোরের মালিক মামুন নোফালও ভাঙচুরের ঘটনা প্রত্যক্ষ করেছিলেন এবং শীঘ্রই তার দোকানটি বন্ধ করে দেন। নফাল বলেন, “আমি প্রতিবাদকারীদের সমর্থন করি, কিন্তু কাঁচ ভাঙা লোকদের আমি সমর্থন করি না।
উল্লেখ্য ফ্লয়েডের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে লকডাউন ভেঙ্গে বিক্ষোভ থেকে শুরু করে, রোলেক্স, অ্যাপল, লুইস ভুইটন এর শোরুম লুট করেছে বিক্ষোভকারীরা।