২০২০ সালের কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত ছবির তালিকা ঘোষণা করা হলো। ফ্রান্সের রাজধানী প্যারিসে বুধবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে এগুলোর নাম জানান কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো ও সভাপতি পিয়েরে লেসকিউর। অনুষ্ঠানটি ইউটিউব ও ফেসবুকে সরাসরি দেখানো হয়।
এবারের অফিসিয়াল সিলেকশনে আছে মোট ৫৬টি ছবি। সিনেমা হলে ও অন্যান্য উৎসবে অংশগ্রহণের ক্ষেত্রে এগুলোর পোস্টারে ব্যবহার করা হবে উৎসবের লোগো। এর আগে কান উৎসবে একবার হলেও নির্বাচিত হয়েছেন এমন পরিচালকদের ছবির দিকেই নজর থাকবে সবার।
একনজরে ৭৩তম কানের উল্লেখযোগ্য ছবি
* দ্য ফ্রেঞ্চ ডিসপাচ (যুক্তরাষ্ট্র, ওয়েস অ্যান্ডারসন)
* এতি এইটি ফাইভ (ফ্রান্স, ফ্রাঁসোয়া ওজো)
* ট্রু মাদারস (জাপান, নাওমি কাওয়াসে)
* লাভারস রক (যুক্তরাজ্য, স্টিভ ম্যাককুইন)
* ম্যানগ্রোভ (যুক্তরাজ্য, স্টিভ ম্যাককুইন)
* অ্যানাদার রাউন্ড (ডেনমার্ক, টমাস ভিন্টারবার্গ)
* ডিএনএ (ফ্রান্স/আলজেরিয়া, মাইওয়েন)
* লাস্ট ওয়ার্ডস (যুক্তরাষ্ট্র, জনাথন নসিটার)
* হ্যাভেন টু দ্য ল্যান্ড অব হ্যাপিনেস (দক্ষিণ কোরিয়া, আইএম সাং-সু)
* ফরগটেন উই উইল বি (স্পেন, ফের্নান্দো ত্রয়েবা)
* পেনিনসুলা (দক্ষিণ কোরিয়া, ইয়ন সাং-হো)
* ইন দ্য ডাস্ক (লিথুয়ানিয়া, শারুনাস বার্তাস)
* হোম ফ্রন্ট (বেলজিয়াম, লুকা বেলভো)
* দ্য রিয়েল থিং (জাপান, কোজি ফুকাদা)
সেরা নিউজ/আকিব