সেরা নিউজ ডেস্ক:
করোনাভাইরাসের তাণ্ডবে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। আর এই করোনা সংক্রমণকালে নির্বাচনী র্যালিতে যোগ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ওকলাহোমার তুলসাতে এ র্যালি অনুষ্ঠিত হবে।
বুধবার হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে ট্রাম্প তার র্যালি সম্পর্কে বলেছেন, ‘একটি সুন্দর, সম্পূর্ণ নতুন ভেন্যু। আমরা এর জন্য অপেক্ষা করছি।’
মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রথমে তিনি ওকলাহোমার র্যালিতে যোগ দেবেন। পরবর্তী সময়ে ফ্লোরিডা, অ্যারিজোনা ও নর্থ ক্যারোলিনার মতো রাজ্যগুলোতে যেখানে রিপাবলিকান পার্টির কনভেনশন হওয়ার কথা, সেসব রাজ্যে নির্বাচনী সভা করবেন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২ লাখ ছাড়িয়েছে। আর এই পরিস্থিতিতে ট্রাম্পের নির্বাচনি র্যালি আয়োজনে ক্ষুব্ধ হয়েছেন অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞ। এছাড়া যুক্তরাষ্ট্রে যখন বর্ণবাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন চলছে তখন এমন এক স্থানে ট্রাম্প নির্বাচনী র্যালি করছেন যেখানে মার্কিন ইতিহাসে ভয়াবহতম বর্ণবাদী সহিংসতার ঘটনা ঘটেছিল।
সেরা নিউজ/আকিব