লাইফস্টাইল ডেস্ক:
গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরে পানি বেরিয়ে যায়। ফলে ক্লান্ত অনুভব হয়। এ সময় শরীরে পানির ঘাটতি পূরণে খেতে পারেন স্ট্রবেরি লাচ্ছি।
উপকরণ
স্ট্রবেরি-৪টি (টুকরো করে কাটা), পাতলা দুধ আধাকাপ, দই আধাকাপ, চিনি তিন টেবিল চামচ, স্ট্রবেরি ফ্লেভারে ভ্যানিলা এসেন্স- আধা চা চামচ , বরফ কুচি (ভাঙা)- ৬টি কিউব
প্রস্তুত প্রণালি
ব্লেন্ডারের মধ্যে স্ট্রবেরি, দুধ, দই, চিনি এবং ভ্যানিলা ও বরফ কুচি দিয়ে হাইপ্রেশারে ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে পরিবেশন করুন স্ট্রবেরি স্বাদের মজাদার স্ট্রবেরি লাচ্ছি।
সেরা নিউজ/আকিব