গুগল জানায়, ২০১৯ এর দ্বিতীয়ার্ধে এসব ক্যামেরা অ্যাপসগুলো তাদের প্ল্যাটফর্মে পাবলিশ করা হয়েছে৷ এদের ডেভেলপাররা এসব অ্যাপের মাধ্যমে ম্যালাশিয়াস কনটেন্ট ছড়িয়ে গুগলের সিকিউরিটি স্ক্যান হাতিয়ে নেয়৷
বট মিটিগেশন কোম্পানি হোয়াইট অপস জানায়, এসব অ্যাপস ইউজাররা চাইলেই সহজে আনইনস্টল করতে পারে না এবং স্বয়ংক্রিয়ভাবে অ্যাপসগুলোর আইকন ফোন থেকে মুছে যায়৷
তাই আপনি যদি এসব অ্যাপসগুলোর মধ্যে কোনো অ্যাপ ইনস্টল করে থাকেন তাহলে এখনই ডিলিট করার পরামর্শ দিয়েছে গুগল৷ নিচে অ্যাপগুলোর নাম দেওয়া হল:
ইয়োর্কো ক্যামেরা, সউলো ক্যামেরা, লাইট বিউটি ক্যামেরা, বিউটি কলাজ লাইট, বি৬১২-বিউটি অ্যান্ড ফিল্টার ক্যামেরা, ফটো কলাজ অ্যান্ড বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা, গ্যাটি বিউটি ক্যামেরা, প্যান্ড সেলফি বিউটি ক্যামেরা, কার্টুন ফটো এডিটর- সেলফি আর্ট ক্যামেরা, বেনবু সেলফি বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা -বেস্ট সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, মুড ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা, রোজ ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা, সেলফি ক্যামেরা-বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, ফগ সেলফি বিউটি ক্যামেরা, ফার্স্ট সেলফি বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, ভানু সেলফি বিউটি ক্যামেরা, সান প্রো বিউটি ক্যামেরা, ফানি সুইট বিউটি ক্যামেরা, লিটল বি বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর প্রো, গ্রাস বিউটি ক্যামেরা, এলি বিউটি ক্যামেরা, ফ্লাওয়ার বিউটি ক্যামেরা, বিউটি ক্যামেরা – বেস্ট সেলফি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর, অরেঞ্জ ক্যামেরা, সানি বিউটি ক্যামেরা ফ্রি, ল্যান্ডি সেলফি বিউটি ক্যামেরা, নুট সেলফি ক্যামেরা, রোজ ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা, আর্ট বিউটি ক্যামেরা -২০১৯, এলিগেন্ট বিউটি ক্যাম-২০১৯, সেলফি বিউটি ক্যামেরা অ্যান্ড ফানি ফিল্টারস, সেলফি বিউটি ক্যামেরা প্রো, প্রো সেলফি বিউটি ক্যামেরা৷
সূত্র: দ্য ভার্জ
সেরা নিউজ/আকিব