ভিডিওকলে নতুন ফিচার আনল মাইক্রোসফট টিম - Shera TV
  1. [email protected] : akibmahmud :
  2. [email protected] : f@him :
ভিডিওকলে নতুন ফিচার আনল মাইক্রোসফট টিম - Shera TV
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

ভিডিওকলে নতুন ফিচার আনল মাইক্রোসফট টিম

সেরা টিভি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২০

সেরা টেক ডেস্ক:

ভিডিও কলিং সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলো প্রতিদিন নিত্যনতুন ফিচার নিয়ে আসছে। তেমনি এবার মাইক্রোসফট টিমসের ভিডিও কনফারেন্সিংয়ে ইউজাররা নিজেদের ছবি কাস্টম ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারবে৷

মাইক্রোসফট এক ব্লগ বিবৃতিতে জানায়, ভিডিও কনফারেন্সিংয়ে ঘরের অগোছালো পরিবেশ এড়াতে ইউজাররা নিজেদের পছন্দমত ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারবে৷ কাস্টম ইমেজ এবং অন্যান্য ব্যাকগ্রাউন্ড এফেক্টগুলো শিডিউল মিটিংয়ের জন্য ব্যবহার করা যাবে৷ টিমসের এই ফিচারের মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লারিং এফেক্টসহ বেশকিছু প্রি-ইনস্টল ইমেজ দেওয়া আছে৷

এদিকে মাইক্রোসফট টিমসের অন্যতম প্রতিদ্বন্দ্বী জুম ভিডিও কনফারেন্সিংয়ের জন্য বিশ্বব্যাপী জনপ্রিয়তা লাভ করেছে৷ তবে জুমে অনেক আগে থেকেই কাস্টম ইমেজ ব্যাকগ্রাউন্ড সুবিধা দিয়েছে৷

টিমসে কাস্টম ব্যাকগ্রাউন্ড ছাড়াও বেশকিছু নতুন ফিচার যোগ করেছে মাইক্রোসফট৷ এরমধ্যে শিডিউল মিটিং, অন্যদেরকে ইনভাট করা, ফ্রি টিম ইউজাররাও তাদের ভিডিও কলে লাউভ ক্যাপশন যুক্ত করতে পারবে৷

সূত্র: দ্য ভার্জ

সেরা নিউজ/আকিব

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরও সংবাদ
© All rights reserved by Shera TV
Developed BY: Shera Digital 360